আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ২৭ ব্যাংকের আয় প্রকাশ, ইতিবাচক অবস্থানে ২২টি

২৭ ব্যাংকের আয় প্রকাশ, ইতিবাচক অবস্থানে ২২টি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২১ , ১১:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১ ব্যাংকের মধ্যে ২৭টির দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর মধ্যে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২২ ব্যাংকের। কোম্পানিগুলো হলো- আইএফআইসি ব্যাংক লিমিটেড, এনআরবিসি ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ব্যাংক এশিয়া লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি), শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), মার্কেনটাইল ব্যাংকের লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড। গত বছরের তুলনায় আয় কমেছে ৪ কোম্পানির। এগুলো হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং এক্সিম ব্যাংক লিমিটেড। এছাড়া আইসিবি ইসলামী ব্যাংক লোকসানেই রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে গত বছরের সবচেয়ে বেশি আয় হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) এই কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৪২ পয়সা ছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির আয় বেড়েছে ৯৬ পয়সা বা ২২৮.৫৭ শতাংশ। অন্যদিকে, অর্থবছরের প্রথম দুই প্রান্তিক (জানুয়ারি-জুন’২১) এই কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিটেড ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা। গত বছর একই সময়ে যার আয়ের পরিমাণ ছিল ৯৭ পয়সা। আয় বেড়েছে ১ টাকা ৫ পয়সা বা ১০৮.২৪ শতাংশ। আইএফআইসি ব্যাংক : দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৯ পয়সা ছিল। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৯১ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৫৯ পয়সা ছিল। এনআরবি কমার্শিয়াল ব্যাংক : দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। এদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৯ পয়সা ছিল। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ৩১ পয়সা লোকসান ছিল। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২৩ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৬ পয়সা ছিল। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) : দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৭৮ পয়সা ছিল। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১ টাকা ৬৫ পয়সা ছিল। ব্যাংক এশিয়া লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এ ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনাসোলিডেটেড ইপিএস) হয়েছে ৭০ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ২১ পয়সা। অন্যদিকে, প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এ ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনাসোলিডেটেড ইপিএস) হয়েছে এক টাকা ৭৫ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল এক টাকা ৩৭ পয়সা। ব্র্যাক ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এ ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনাসোলিডেটেড ইপিএস) হয়েছে ৯৬ পয়স, যা গত বছর একই সময়ে ছিল ২১ পয়সা। অন্যদিকে, প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এ ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনাসোলিডেটেড ইপিএস) হয়েছে এক টাকা ৮৫ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৮৪ পয়সা। সাউথইস্ট ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এ ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনাসোলিডেটেড ইপিএস) হয়েছে এক টাকা ৩৪ পয়সা, যা গত একই সময়ে ছিল ৬৩ পয়সা (রিস্টেটেড)। অন্যদিকে, প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এ ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনাসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ৫৬ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল এক টাকা ৫৯ পয়সা (রিস্টেটেড)। ওয়ান ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৬৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৮ পয়সা। অন্যদিকে, প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৯২ পয়সা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৩৯ পয়সা ছিল। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক (জানুয়ারি-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। যমুনা ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৬৫ পয়সা ছিল। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৬৪ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ২ টাকা ৭ পয়সা ছিল। পূবালী ব্যাংক : দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির এককভাবে শেয়ারপ্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৪২ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় সমন্বিত (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৪৪ পয়সা। সিটি ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) এ কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিটেড ইপিএস) হয়েছে এক টাকা ১৩ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ২৯ পয়সা ছিল। অন্যদিকে অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) এ কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিটেড ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা। এনসিসি ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) এ কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিটেড ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৩৫ পয়সা ছিল। অন্যদিকে অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে(জানুয়ারি-জুন’২১) এ কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ১৭ পয়সা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইউসিবির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৪০ পয়সা ছিল।অন্যদিকে, অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৭২ পয়সা ছিল। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শাহজালাল ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ) হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময় যার পরিমাণ ছিল ৪২ পয়সা ছিল। এদিকে, প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা। গত বছরের একই সময় যার পরিমাণ ছিল এক টাকা। উত্তরা ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) এ কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিটেড ইপিএস) হয়েছে এক টাকা ৫ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ২৫ পয়সা ছিল। অন্যদিকে অর্থবছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) এ কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৪৪ পয়সা। সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১১ পয়সা। অন্যদিকে, দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৪৮ পয়সা ছিল। প্রাইম ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) এ কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিটেড ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৯ পয়সা ছিল। অন্যদিকে অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) এ কোম্পানির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫৫ পয়সা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৬ পয়সা। এদিকে, প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) ব্যাংকের শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল (কনসোলিডেটেড ইপিএস) ৮২ পয়সা ছিল (রিস্টেটেড)। এবি ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯ পয়সা। এদিকে, প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩১ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭ পয়সা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১)সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৫০ পয়সা। অন্যদিকে, প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) এ ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। গত বছরের একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ৯৪ পয়সা। এদিকে, গত বছরের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৯ পয়সা। চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক (জানুয়ারি-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১ টাকা ৩৪ পয়সা ছিল (রিস্টেটেড)।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ২ টাকা ২৩ পয়সা ছিল। অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৭ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ৩ টাকা ৪২ পয়সা ছিল। ট্রাস্ট ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকের(এপ্রিল-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে এক টাকা ৪১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯ পয়সা। অন্যদিকে, প্রথম দুই প্রান্তিকে(জানুয়ারি-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ৪২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা পয়সা ছিল (রিস্টেটেড)। এক্সিম ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) ব্যাংকটির সমন্বিত ইপিএস শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৮৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৯৬ পয়সা ছিল। এদিকে, দুই প্রান্তিকে(জানুয়ারি-জুন’২১) ব্যাংকটির সমন্বিত ইপিএস শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৮৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা।
এদিকে, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান ১৭ পয়সা হয়েছে। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৩ পয়সা। এদিকে, প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩২ পয়সা।