আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ২৮ অক্টোবরের সহিংসতায় ২৮ মামলা

২৮ অক্টোবরের সহিংসতায় ২৮ মামলা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২৩ , ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় সহিংসতার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় সর্বমোট ২৮টি মামলা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনায় সর্বমোট ২৮টি মামলা করা হয়েছে। এরমধ্যে রমনা বিভাগে ১টি, মতিঝিল বিভাগের বিভিন্ন থানায় ১১টি, ওয়ারীতে ৩টি, তেজগাঁওয়ে ২টি, মিরপুরে ৭টি, গুলশানে ৩টি ও উত্তরা বিভাগে ১টি মামলা করা হয়েছে। সহিংসতার ঘটনায় ২৮ অক্টোবর ৬৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ দিনে রাজধানীজুড়ে সর্বমোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪৮০ জনকে।