আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ২৮ বছর পর স্পেনের হার, জার্মানির জয়

২৮ বছর পর স্পেনের হার, জার্মানির জয়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২১ , ১১:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ১৯৯৩ সালে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছিল স্পেন। এরপর আর কোনও ম্যাচে হারের মুখ দেখেনি। তবে এবার ২৮ বছর পর তাদের হারের লজ্জা দিয়েছে সুইডেন। স্পেনকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। অন্য ম্যাচে জার্মানি সহজেই লিচটেনস্টেইনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে সুইডেন ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। স্পেন এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
ফ্রেন্সড এরিনাতে বল দখলে স্পেন অনেকটাই এগিয়ে ছিল। আক্রমণও কম হয়নি। কিন্তু ম্যাচ জিততে পারেনি। প্রথমার্ধের শুরুর দিকে দুটি গোল হয়েছে। কার্লোস সোলের ৪ মিনিটে স্পেনকে এগিয়ে নেন। জর্দি আলবার ক্রস থেকে সোলের লক্ষ্যভেদ করেন। কিন্তু তাদের মুখের হাসি বেশিক্ষণ থাকেনি। পরের মিনিটে নিজেদের ভুলে গোল হজম করতে হয়েছে। ইসাক গোল করে ম্যাচে সমতা ফেরান। বিরতির পর সুইডেন এগিয়ে যায়। ৫৭ মিনিটে কর্নার থেকে নিচু শটে ক্লেসন গোল করে দলের জয় নিশ্চিত করেন। স্পেন চেষ্টা করেও ম্যাচে সমতা আনতে পারেনি।
অন্য ম্যাচে ইউরোপীয় অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে ‘জে’ গ্রুপে শক্তিধর জার্মানি সহজেই ম্যাচ জিতেছে। চার ম্যাচে ৯ পয়েন্ট তাদের। আছে দ্বিতীয় স্থানে। লিচটেনস্টেইন সবগুলো হেরেছে। কিবানপার্কে দুই অর্ধের দুই গোলে জার্মানি ম্যাচ জিতেছে। বল দখলে ৮৫ ভাগ এগিয়ে ছিল বিজয়ীরা। তবে জার্মানিকে প্রথম গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে ৪০ মিনিট পর্যন্ত। পরের মিনিটে ওয়ার্নার লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। ৭৭ মিনিটে সেইন দ্বিতীয় গোল করে জয় সুনিশ্চিত করেন।