আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ২৮ মিলিয়ন খরচে বেজোসের সঙ্গে মহাকাশ যাত্রা

২৮ মিলিয়ন খরচে বেজোসের সঙ্গে মহাকাশ যাত্রা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২১ , ২:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : জেফ বেজোসের সঙ্গে মহাকাশে যেতে ২৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৮ কোটি টাকা) খরচ করে নিলাম জিতেছেন এক ব্যক্তি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি মাত্র দশ মিনিটের মহাকাশ যাত্রায় খরচ করবেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৮ কোটি টাকা। শনিবার বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন কোম্পানি এই নিলামের আয়োজন করে।

এক টুইট বার্তায় ব্লু অরিজিন জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিলামে বিজয়ী এই ব্যক্তির নাম প্রকাশ করা হবে। ১৪০টির বেশি দেশ থেকে আগ্রহীরা এই নিলাম প্রক্রিয়ায় অংশ নেন। এই মহাকাশযানের অন্য যাত্রীরা হলেন, বেজোসের ছোট ভাই মার্ক বেজোস এবং নাম প্রকাশ না করা একজন মহাকাশ পর্যটক।

প্রায় একমাস ধরে চলা নিলাম প্রক্রিয়ায় এর আগে সবচেয়ে বেশি দর উঠেছিলো পাঁচ মিলিয়ন ডলারের নিচে। কিন্তু শনিবারের নিলামে সেই দর পাঁচ গুণের বেশি হয়ে যায়। এই নিলামে পাওয়া অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশন ‘ক্লাব ফর ফিউচার’কে দেয়া হবে বলে একটি টুইটার বার্তায় জানানো হয়েছে।