আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ২ বছর নিষিদ্ধ শারাপোভা

২ বছর নিষিদ্ধ শারাপোভা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১:২৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Sharapovঅনলাইন স্পোর্টস ডেস্ক:  ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হওয়ায় মারিয়া শারাপোভাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। যদিও এই নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবেন রুশ টেনিস তারকা।

এর আগে, গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় করা ডোপ পরীক্ষায় শারাপোভার দেহে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়া যায়। মার্চের শুরুতে একথা জানায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। তখন থেকেই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে সংস্থাটি।

ওই সময় টেনিসের সাবেক নাম্বর ওয়ান তারকা দাবি করেন, গত ১০ বছর ধরে তিনি স্বাস্থ্যগত কারণে যে ওষুধ নিয়ে আসছিলেন তাতে এই উপাদান ছিল। নিষিদ্ধের ফলে আগামী দুই বছর আর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না এই টেনিস সেনসেশন।

এদিকে, নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন শারাপোভা। তিনি এটিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।