২ মার্চের মধ্যে ইউক্রেনে বিজয় চান পুতিন
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২২ , ৪:১০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : আগামী ২ মার্চের মধ্যে ইউক্রেনে বিজয় চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সাবেক ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী কয়েকদিন রাশিয়ার জন্য খুবই গুরুত্ববহ। প্রাথমিকভাবে ‘২ মার্চের মধ্যে বিজয় দিয়ে ইউক্রেনে সামরিক অভিযান’ শেষ করতে নির্দেশ দিয়েছেন পুতিন। রোববার ফেদোরভ জানান, ইউক্রেনে মস্কোর পূর্ণ সামরিক অভিযানের মধ্যে দুই দেশের মধ্যে ঘোষিত আলোচনার বিষয়ে তিনি আশাবাদী।
রাশিয়ার সাবেক এ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই আলোচনা অব্যহত রাখা উচিৎ। আমি কিয়েভে আমার বন্ধুদের অবস্থান এবং তাদের নেতৃত্ব সম্পর্কে জানি। তারা আলোচনা করার জন্য বসতে প্রস্তুত; কিন্তু সেটা হওয়া উচিৎ কোনো পূর্বশর্ত ছাড়া।’ এরই মধ্যে বেলারুশ বলেছে যে, ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনুষ্ঠানের জন্য তারা একটি স্থান প্রস্তুত করেছে। স্থানীয় সময় সোমবার সকালে এ আলোচনা হওয়ার কথা রয়েছে।
দেশটির স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো হামলায় যোগ দিতে সেনা পাঠাতে প্রস্তুত- এমন খবর সত্ত্বেও ইউক্রেন-বেলোরুশ সীমান্তের কাছে একটি স্থানে কূটনীতিকদের পাঠাতে সম্মত হয়েছে ইউক্রেন। রাশিয়া ও ইউক্রেনের পতাকাসহ একটি দীর্ঘ টেবিলের ছবি প্রকাশ করে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টে জানিয়েছে, ‘বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার স্থান প্রস্তুত করা হয়েছে, প্রতিনিধিদলের আগমন প্রত্যাশিত।’
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ বলেন, ‘প্রতিনিধিদলের সবাই আলোচনার স্থানে পৌঁছানোর সাথে সাথেই আলোচনা শুরু হবে।’ ইউক্রেন বৈঠকে কোনো ছাড় না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আশা করেন না যে, আলোচনা থেকে কোন ফলাফল আসবে।