আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ৩০০ পার করলো টাইগারদের লিড

৩০০ পার করলো টাইগারদের লিড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২১ , ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চতুর্থ দিনে মধ্যাহ্নভোজের বিরতির আগে ৩২০ রানের লিডে পৌঁছে গেছে টাইগাররা। দিনের শুরুতে মুশফিকুর রহিম সাজঘরে ফিরলেও সে ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুমিনুল হক ও লিটন দাস। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগারদের। দলীয় সংগ্রহে মাত্র ২৬ রান যোগ করতেই ৩০তম ওভারে আগের দিনে জোড়া আঘাত হানা কর্নওয়ালের এলবিডাব্লিয়ের শিকার হন মুশফিকুর রহিম। ৪৮ বলে ১৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এরপর মাঠে মুমিনুলের সঙ্গী হন লিটন দাস। তাকেই নিয়েই দলের হাল ধরেন মুমিনুল। এরপরই অর্ধশতক তুলে নেন মুমিনুল। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক। শনিবার সকালে চতুর্থ দিনের শুরুতে ৮৬ বলে পঞ্চাশের মাইলফলকে পৌঁছান তিনি। মধ্যাহ্নভোজের বিরতির আগে ৪৯ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ১৪৯ রান করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে লিড দাঁড়ায় ৩২০ রানের। মুমিনুলের অপরাজিত রয়েছেন ৮৩ রানে এবং লিটন দাস অপরাজিত রয়েছেন ৩৮ রানে। এর আগে ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমে এক ওভারেই তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্ত। দুজনকে ফিরিয়ে দেন রাকিম কর্নওয়াল। তামিম ৪ বল খেলে এলবিডাব্লিউ হন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। আর দুই বল খেলে স্লিপে দাঁড়ানো জার্মেইন ব্ল্যাকউডের হাতে ক্যাচ দেন শান্ত। এদিন দুই বলের ব্যবধানে দুজন ডাক মেরেছেন।
শান্ত-তামিমের পর দ্রুত ফিরে যান সাদমান ইসলাম। দলীয় ৩৩ রানে শ্যানন গ্যাব্রিয়ের বলে দা সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে তিনি ৪২ বলে ৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চট্টগ্রাম সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৩০ রান। বিশাল এই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫৯ রানে থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস। আগের দিনের ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান নিয়ে শেষ করলেও তৃতীয় দিনের শুরুতেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন তাইজুল। সেই ধাক্কা কাটিয়ে ৯৯ তানের ঝুঁটি গড়েন ব্ল্যাকউড ও দা সিলভা। তবে ঠিক চা বিরতির আগে সাজঘরে ফিরেছেন দুইজন। বিরতি থেকে ফিরে বটাইগারদের স্পিন ঘুরনিতে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা।