আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ৩০ দিনের ছুটি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

৩০ দিনের ছুটি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৬:৪০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


juকাগজ অনলাইন প্রতিবেদক: গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ৩০ দিনের ছুটি পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৯ জুন রোববার থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতরের ছুটি থাকবে।

তবে শুক্রবার ও শনিবার নির্ধারিত সাপ্তাহিক বন্ধ থাকায় ১৬ জুন বৃহস্পতিবার থেকেই এ ছুটি শুরু হবে। আবার ১৫ ও ১৬ জুলাই শুক্রবার ও শনিবার হওয়ায় ১৭ জুলাই রোববার থেকে কার্যক্রম শুরু হবে।

এ হিসাবে বলা যায়, মোট ৩০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। তবে অফিস ছুটি থাকবে ৩ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত।