আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ৩১ মে থেকে আন্তনগর ট্রেন চলবে : রেলমন্ত্রী

৩১ মে থেকে আন্তনগর ট্রেন চলবে : রেলমন্ত্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২০ , ১০:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : সরকার আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত ৫০ শতাংশ টিকিট বিক্রির মাধ্যমে শুধু আন্তনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যাতে একটি আসন খালি রেখে যাত্রী পরিবহন করা যায় সেজন্য ৫০ শতাংশ টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী ৩০ মে রেলওয়েতে একটি মিটিং হবে বলে জানান মন্ত্রী। ‘সরকার এ বিষয়ে আরো কী নির্দেশনা দেয় সেটা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে,’ যোগ করেন রেলমন্ত্রী। এর আগে বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, সরকার সীমিত আকারে গণপরিবহন চালু রাখার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন, বাস, ট্রেন ও লঞ্চ চলবে।