আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ৩.৫ কোটি রুপিতে টলিউডে পরিণীতি

৩.৫ কোটি রুপিতে টলিউডে পরিণীতি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১২:৪৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


4অনলাইন বিনোদন ডেস্ক: পরিচালক-কাম অভিনেতা মহেশ বাবুর একটি মুভিতে অভিনয়ের মধ্য দিয়ে টলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে বলিউডের মেধাবী অভিনেত্রী পরিণীতি চোপড়ার।

মুভিটিতে অভিনয়ের জন্য এই অভিনেত্রী কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন? পারিশ্রমিকবাবদ পরিণীতি সাড়ে তিন কোটি রুপি নিচ্ছেন বলে সেলিব্রেটি ওয়েবসাইট ডেকান ক্রনিকল তাদের এক প্রতিবেদনে জানায়।

এটিই মহেশ বাবুর সবচেয়ে ব্যয়বহুল মুভি বলেও একটি সূত্র জানায়। খবর ইন্ডিয়া টুডে’র মহেশ বাবু ও পরিণীতি অভিনীত নতুন মুভিটি পরিচালনা করবেন সম্ভাবনাময়ী এআর মুরুগাদস যিনি ইতোমধ্যে ‘গজিনি’ ও ‘থুপাক্কি’র মতো জনপ্রিয় মুুভি টলিউডে নির্মাণ করেছেন। মুভিটির বাজেট ৯০ কোটি রুপি বলে সূত্রটি আরো জানায়।

তবে এখনো এর নাম ঠিক করা হয়নি। মুভিটি একইসঙ্গে তামিল ও তেলেগু ভাষায় নির্মাণ করা হবে। হিন্দি ভাষায় ডাবিং করারও পরিকল্পনা আছে নির্মাতাদের। এতে ভিলেনের চরিত্রে অভিনয় করবেন এসজে সুরিয়া।