আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ৪১তম বিসিএস প্রিলি কবে?

৪১তম বিসিএস প্রিলি কবে?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২০ , ৬:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : করোনার কারণে এলোমেলো শিক্ষাপঞ্জি। সর্বশেষ এইএসসি পরীক্ষা অনির্দিষ্টকালে বন্ধের পর এসএসসির ফল প্রকাশ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। করোনা-সঙ্কটে শুধু যে শিক্ষার্থীরাই বিপাকে তা নয়, অনিশ্চয়তায় পড়েছেন লাখ লাখ চাকরিপ্রার্থীও। বিসিএস পরীক্ষার প্রতি চাকরিপ্রার্থীদের আকর্ষণ সবসময়ই বেশি ছিল। সাম্প্রতিক বছরগুলোয় এই আগ্রহের পরিমাণ যেন দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে। গত কয়েকটি বিসিএসের প্রাথমিক আবেদন পরিসংখ্যান সেটিই প্রমাণ করে। সূত্র বলছে, সর্বশেষ ৪১তম বিসিএসে রেকর্ডসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। ২ হাজার ১৩৫ পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ লাখ ৭৫ হাজার। চলতি বছরের শুরুর দিকে এই আবেদন প্রক্রিয়া শেষ করে পিএসসি। নিয়মানুযায়ী, আবেদনের ৫ থেকে ৬ মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন করে থাকে পিএসসি। সব ঠিকঠাক থাকলে আগামী জুনে হওয়ার কথা ছিল ৪১তম বিসিএসের প্রিলি। তবে এই শিডিউল পাল্টে দিচ্ছে করোনা। গত একমাস ধরে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সবকিছু। একটি সূত্রের তথ্য, আগামী জুনের আগে ৪১তম বিসিএসের প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভবনা কম। করোনা সংক্রমণ কমলে রমজানের পরপরই শুরু হবে স্থগিত হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই আপাতদৃষ্টিতে জুনের আগে প্রিলি হবার সম্ভাবনা নেই। কারণ এমন পাবলিক পরীক্ষার মাঝে বিসিএস প্রিলির মত বড় পরীক্ষা হওয়ার নজির খুব একটা দেখা যায় যায়নি। সূত্রটি বলছে, রমজানের পর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হলে শেষ হতে আগামী ঈদুল আযহার কাছাকাছি চলে আসবে। সে হিসেবে ঈদুল আযহার পরই ৪১তম বিসিএসের প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও সবকিছুই নির্ভর করছে অনিশ্চিত গন্তব্যের যাত্রা করা করোনা প্রাদুর্ভাবের উপর। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে জানান, করোনার প্রাদুর্ভাবের কারণে দেশ নয়, পুরো বিশ্ব স্থবির হয়ে আছে। সবকিছু লকডাউন অবস্থায় রয়েছে। এ অবস্থায় কিছু বলা যাবে না। সবকিছু স্বাভাবিক হলে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।