আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ৫০০ কোটি টাকা বাজেটের নতুন ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের রাজকীয় প্রত্যাবর্তন

৫০০ কোটি টাকা বাজেটের নতুন ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের রাজকীয় প্রত্যাবর্তন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ৮:১৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : প্রিয় পরিচালক মণিরত্নমের নতুন ছবি ‘পোন্নিইন সেলভান’র মাধ্যমেই সেলুলয়েডে কামব্যাক করছেন বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। রুপালি পর্দায় তার রাজকীয় প্রত্যাবর্তন ইতোমধ্যে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করছে সবার মনে। বিপুল-সংখ্যক দর্শক অধীরভাবে অপেক্ষা করছেন প্রিয় তারকা অভিনেত্রীর নতুন ছবিটির জন্য। প্যান ইনডিয়ান সিনেমার জোয়ারে নতুন মাত্রা যোগ করতে আসছে এ ছবি। ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘পোন্নিয়ান সেলভান’র প্রথম পার্ট। পরিচালক মণিরত্নমের বহু-প্রত্যাশিত এই ছবির প্রধান চরিত্র নন্দিনী। ৫০০ কোটি টাকা বাজেটের এই ছবিতে নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবী, দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। ‘পোন্নিইন সেলভান’ দিয়ে প্রায় বছর চারেক বাদে বড় পর্দায় কামব্যাক করছেন তিনি। এই পিরিয়ডিক ড্রামায় ঐশ্বরিয়ার ফার্স্ট লুকে নীল নয়না সুন্দরীর ‘নন্দিনী’র বেশে লেখা রয়েছে, ‘প্রতিহিংসার সুন্দর মুখ! দেখা করুন নন্দিনীর সঙ্গে, পাজুভোর-এর রানি।’ ছবিটিতে তারকা সমাবেশ নজর কেড়েছে দর্শকদের। ‘পোন্নিইন সেলভান’ ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি। যখন শাসক পরিবারের কলহের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঐতিহাসিক ছবিতে ফুটে ওঠবে চোল সাম্রাজ্যের অন্তর্নিহিত ক্ষমতার দ্বন্দ্ব।
মণিরত্নম বরাবরই ঐশ্বরিয়ার প্রিয় পরিচালক। পরিচালকের বহু ছবিতেই তাকে দেখা গেছে, সেই ইরুভার থেকে শুরু করে গুরু, রাবণ, আর এবার পোন্নিইন সেলভান। এই ছবি ২০২২ সালের জনপ্রিয় ও আলোচিত ছবি হতে পারে এমনটাও মনে করছেন অনেকে। ছবির সাফল্য নিয়ে আশাবাদী বচ্চন-বধূ। মণিরত্নম-ঐশ্বরিয়া জুটি পর্দায় আবার ম্যাজিক করবে এমনটাই মনে করছে বলিউড। এর আগে মণিরত্নমের ‘ইরুভির’, ‘গুরু’, ‘রাবণ’র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন ঐশ্বরিয়া। ১৯৯৭ সালে দক্ষিণী পরিচালক মণিরত্নমের হাত ধরেই ‘ইরুভির’ ছবির মাধ্যমে বিগ স্ক্রিনে ব্রেক পেয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। দক্ষিণী ছবির অভিনেত্রী হিসাবে দর্শকের দরবারে এলেও বলিউডের একাধিক হিট ছবিতে কাজের সুযোগ পেয়েছেন বচ্চন-বধূ।