আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ৫৬টি দেশে ১০ শতাংশ লোকও কোভিড টিকা পাননি

৫৬টি দেশে ১০ শতাংশ লোকও কোভিড টিকা পাননি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২১ , ১২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  সেপ্টেম্বরের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বিশ্বের বিভিন্ন দেশের লোকজনকে টিকার আওতায় নিয়ে আসার যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা পূর্ণ হয়নি। বিশ্বের অন্তত ৫৬টি দেশের ১০ শতাংশ লোককেও করোনা টিকা দেয়া সম্ভব হয়নি। মূলত টিকার সরবরাহের ঘাটতির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বুধবার সিএনবিসি এ খবর জানায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা মঙ্গলবার জানান যে, কোভিড-১৯ এর কারণে টিকা গ্রহণ না করা ব্যক্তিরা ‘অপ্রয়োজনীয়ভাবে’ মারা যাচ্ছেন। বিশ্বব্যাপী টিকার সংকটের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।

হু এর কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভ জানান, সেপ্টেম্বরের মধ্যে হু বিশ্বের বিভিন্ন দেশের লোকজনকে টিকার আওতায় আনার যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা পূর্ণ হয়নি। বিশ্বের অন্তত ৫৬টি দেশে ১০ শতাংশ লোককেও টিকার আওতায় আনা যায়নি। তিনি বলেন, ‘এ লক্ষ্য পূরণ না করাটা হৃদয়বিধারক; এটা আরও বেশি কিছু; হতাশার চেয়েও বেশি।’ তিনি বলেন, যদি আমরা ৬০০ কোটির বেশি ভ্যাকসিন ব্যবহার করতে পারতাম, যা এ সময়ে প্রয়োজন, তাহলে পরিস্থিতি একেবারেই আলাদা হতো।’

মারিয়া ভ্যান কেরখোভ জানান, এটা এখন পরিষ্কার যে, কোভিড ভ্যাকসিন নিরাপদ এবং এটা হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি কমায়। তিনি বলেন, ‘এটা (টিকা) এখন সবার কাছে পৌঁছে দেয়াটাই প্রয়োজন। টিকা সবার কাছে না যাওয়ায় কি হচ্ছে, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘এর ফলে লোকজন অপ্রয়োজনীয়ভাবে মারা যাচ্ছেন।’ অনেকটা মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের কথার সুরে মিল রেখে মারিয়া ভ্যান কেরখোভ বলেন, বিশ্বে এখন যারা করোনায় মারা যাচ্ছেন, তারা ভ্যাকসিন গ্রহণ করেননি।