আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ৫ ঘণ্টা পর উত্তর-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ স্বাভাবিক

৫ ঘণ্টা পর উত্তর-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ স্বাভাবিক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২১ , ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তেলবাহী ট্রেনের বিকল ইঞ্জিনটি মেরামতের ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে রোববার সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া উপজেলার রেলওয়ে স্টেশনের ঢোকার আগে শ্যামপুর এলাকায় ‘এনজি ডিসি ব্লক’ তেলবাহী ট্রেনটি বিকল হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ওই তেলবাহী ট্রেনটি চট্টগ্রামে যাচ্ছিল। রোববার রাত সাড়ে ৩টার দিকে ট্রেনটি উপজেলার রেলওয়ে স্টেশনের ঢোকার আগে শ্যামপুর এলাকায় এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি লাইট ইঞ্জিন আনা হয়। তেলবাহী ট্রেনের বিকল ইঞ্জিনটি মেরামতের কাজ শেষ হলে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।