আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ধর্ম ও জীবন ৬ষ্ঠ রমজানের দোয়া

৬ষ্ঠ রমজানের দোয়া


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ২:৫০ অপরাহ্ণ | বিভাগ: ধর্ম ও জীবন


6-Doaঅনলাইন ধর্ম ডেস্ক: রহমতের দশকের ৬ষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে আজ (১২জুন) রোববার। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাদের অবাধ্যতার জন্য যেন রহমত থেকে বঞ্চিত না করেন এবং তাঁর অফুরন্ত নিয়ামাতের শুকরিয়া আদায় করার তাওফিক দান করেন। এ জন্য তাঁর রহমত ও অনুকম্পায় নিয়ামাতের অফুরন্ত শুকরিয়া আদায়ের একটি দোয়া রোজা পালনকারীদের জন্য তুলে ধরা হলো-

উচ্চারণ : আল্লাহুম্মা লা তাখজালনি ফিহি লিতাআ’ররুদি মা’চিয়াতিক; ওয়া লা তাদরিবনি বিসিয়াত্বি নাক্বিমাতিক; ওয়া যাহযিহনি ফিহি মিন মুঝিবাতি সাখাত্বিক; বিমান্নিকা ওয়া ইয়াদিকা ইয়া মুনতাহা রাগবাতির রাগিবিন।

অর্থ : হে আল্লাহ! তোমার নির্দেশ অমান্য করার কারণে এ দিনে আমায় লাঞ্ছিত ও অপদস্থ করোনা । তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিওনা। সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো। হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস।

পরিশেষে…
আল্লাহ তাআলা রমজানে মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইস্তিগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দারে মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন। আমিন।