৬১ প্রতিষ্ঠান পাচ্ছে সেরা রপ্তানিকারক ট্রফি
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ১২:৫২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন ডেস্ক: ২০১২-২০১৩ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানিকারক ৬১ প্রতিষ্ঠানকে ‘সেরা রপ্তানিকারক ট্রফি’ দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ২৬টি খাত থেকে এসব প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৩ অধিশাখার উপসচিব মো. শহীদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে ঊর্ধ্বতন একটি সূত্র রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোকে সেরা রপ্তানিকারক ট্রফি দেওয়া হবে।
প্রজ্ঞাপনে সেরা ৬১ প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানিকারী প্রতিষ্ঠান হিসাবে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে। স্বর্ণপদক জয়ী ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হলেন আবদুস ছালাম মো. রফিকুল ইসলাম নোমান।
জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড ২০১১-১২ অর্থ বছরেরও সেরা রপ্তানিকারক নির্বাচিত হয়। ওই অর্থ-বছরে ২৪টি বিভাগে ৫২টি প্রতিষ্ঠানকে সেরা নির্বাচিত করা হয়।
২০১২-১৩ অর্থ বছরের সেরা প্রতিষ্ঠানগুলোর তালিকায় স্কয়ার গ্রুপ, প্রাণ গ্রুপ, হা-মীম গ্রুপ, অ্যাপেক্স গ্রুপ, এনভয় গ্রুপ, আকিজ গ্রুপ ও বেঙ্গল গ্রুপের একাধিক প্রতিষ্ঠান রয়েছে।