৭০ অসহায় পরিবারের পাশে ফুটবলার সাবিনা
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৮, ২০২০ , ৩:১৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : মরণব্যাধী করোনাভাইরাসে দেশের সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় আছেন দিনমজুর খেটে খাওয়া মানুষজন। একবেলা রুটি-রুজি ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন ক্রান্তির সময় দেশের দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারা। এরই ধারাবাহিকতায় দিনমজুরদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। শনিবার সকালে সাবিনা সাতক্ষীরায় ৭০ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন। সকালে প্রত্যেক পরিবারকে তিনি চাল, ছোলা, মুড়ি, তেল ও আলু প্রদান করেছেন। কিছু গরীব অসহায় মানুষের তালিকা তৈরি করে ডেকেছিলেন এবং নিজ উদ্যোগে তাদের সহায়তা করেছেন। সাবিনা বলেন, কয়েকদিন ধরে আশপাশের কিছু মানুষের কষ্ট দেখেছি। পরে আমি নিজ থেকে একটা তালিকা করে কয়েকজনকে ডেকেছিলাম। যতটুকু পেরেছি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার বিশ্বাস সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা যদি তার আশপাশের মানুষগুলোকে দেখেন তাহলে কেউই না খেয়ে থাকবে না। এর আগে পুরুষ ফুটবল দলের তারকারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আর নারী ও পুরুষ দলের ক্রিকেটাররা সবাই একে একে সাহায্য করেছেন।