আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ৭৬ ক্লাবের সহায়তায় এগিয়ে এলেন পাপন

৭৬ ক্লাবের সহায়তায় এগিয়ে এলেন পাপন


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২০ , ৬:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনা দুর্যোগকালে অসহায় মানুষকে সহায়তায় এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) মাধ্যমে ৭৬ ক্লাবকে উপহারসামগ্রী পাঠালেন তিনি। ৭৬টি ক্রিকেট ক্লাবের অফিস স্টাফ-টিম বয়সহ অন্যান্য কর্মচারীর জন্য বিশেষ উপহার প্রদান করেছেন পাপন। এর মধ্যে রয়েছে– প্রিমিয়ার লিগের ১২টি, প্রথম বিভাগের ২০, দ্বিতীয় বিভাগের ২০ এবং তৃতীয় বিভাগের ২৪টি ক্লাব। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাদ্যসামগ্রী ও সাবানসহ একেকটি প্যাকেট গতকাল রোববার সিসিডিএমের কাছ হস্তান্তর করা হয়। তারা প্যাকেটগুলো বিভিন্ন ক্লাবে বিতরণ করে। সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকার ৭৬টি ক্লাবের অফিস স্টাফ, কর্মচারী, টিম বয়, ম্যাসাজম্যানদের জন্য উপহারসামগ্রী পাঠানো হয়েছে। প্রতিটি ক্লাবে ৩০টি করে প্যাকেট পাঠানো হয়েছে। সেখানে চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ, মরিচ ও সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এর আগে পুরুষ ও নারী ক্রিকেটারদের এককালীন আর্থিক সহায়তা করে বিসিবি। পাশাপাশি অসহায়-দুস্থ পরিবারদের সাহায্য করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এ নিয়ন্ত্রক সংস্থা।