আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ৭৯ দিন পর খুলছে বাংলাবান্ধা স্থলবন্দর

৭৯ দিন পর খুলছে বাংলাবান্ধা স্থলবন্দর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২০ , ৫:১২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


পঞ্চগড় (তেতুলিয়া) প্রতিনিধি : মহামারী করোনা পরিস্থিতির কারণে ঘোষিত লকডাউনে দীর্ঘ ৭৯ দিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে খুলছে দেশের অন্যতম চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চার দেশের মধ্যে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম আজ শনিবার ফের চালু হচ্ছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর এই সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনিসুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি মো. শরীফ হোসেন, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলাসহ কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সভায় আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বাস্থ্যবিধিসহ ১১ দফা নির্দেশনা মেনে চলার শর্ত বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে বিদেশি চালকরা বিশেষ প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই গাড়ি থেকে নামতে পারবেন না; প্রয়োজনে পানিসহ শুকনো খাবার ও কাগজ-কলম সঙ্গে বহন করবেন; বন্দর কর্তৃপক্ষ পৃথক শৌচাগারের ব্যবস্থা করবে; কোনো অবস্থাতেই বাংলাদেশে অবস্থান করতে পারবেন না; চালকদের জন্য পৃথক প্রবেশ ও বহির্গমণের ব্যবস্থা করতে হবে; একটি মনিটরিং কমিটি থাকবে এবং বন্দরের কার্যক্রম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। তবে সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধিসহ ১১ দফা নির্দেশনা মেনে চলতে হবে।এদিকে দীর্ঘ ৭৫ দিন বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় ঘরবন্দিতে কর্মহীন হয়ে পড়েন হাজারো পাথরশ্রমিক, যাদের রুটি-রোজগার চলে পাথরের শ্রমের ওপর নির্ভর করে। অর্থনৈতিক সংকটে মানবেতর জীবন পোহাচ্ছিলেন বন্দরটির লোড-আনলোডে নিয়োজিত শ্রমিকরা। বন্দর চালুর ঘোষণায় যেন তাদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে তাদের প্রতিও কঠোর নির্দেশ দিয়েছে প্রশাসন।