আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো

৭ বছর ৯ মাস আগে মেসিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হলো


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২২ , ৩:০৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  ঘটনাটি ৭ বছর ৯ মাস আগের। অর্থাৎ ২০১৫ সালের ২১ মার্চের। সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হোসে মিগুয়েল পোলাঙ্কো নামক এক ভ্রমণকারী লিখেছিলেন, ‘ডিসেম্বর ১৮, ২০২২। ৩৪ বছর বয়সী লিওনেল মেসি বিশ্বকাপ জিতবেন এবং সর্বকালের সেরা খেলোয়াড় হবেন। সাত বছর পর আমার এই স্ট্যাটাসটি চেক করবেন।’ তার সেই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্যি হলো। সাত বছর পর লিওনেল মেসি বিশ্বকাপ জিতলেন। হলেন সর্বকালের অন্যতম সেরা।

হোসে মিগুয়েল পোলাঙ্কো কোনো সাংবাদিক কিংবা ফুটবল বিশ্লেষক নন। তিনি একজন ভ্রমণপিপাসু। ইতোমধ্যে তিনি বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন।

রোববার রাতে লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ৩৬ বছর পর শিরোপ জিতে আর্জেন্টিনা। অবশেষে মেসির হাতেই হলো শাপমোচন। অপেক্ষার পালার অবসান। তার পায়েই ভাঙলো অচলবস্থার শিকল। তিনি হলেন মহারজ। ধন্য হলো ফুটবল। পূর্ণতা পেল তার ক্যারিয়ার।