আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন বরেণ্য অভিনেতা

৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন বরেণ্য অভিনেতা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২৩ , ৫:০০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে  ডেস্ক :  হলিউডের বরেণ্য অভিনেতা-নির্মাতা আলফ্রেডো জেমস। আল পাচিনো নামেই অধিক পরিচিত এই মার্কিন অভিনেতা। ৮৩ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল ডটকম এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২৯ বছয় বয়সী নূর আলফালাহর সঙ্গে সম্পর্কে রয়েছেন আল পাচিনো। নূর আলফালাহ এখন অন্তঃসত্ত্বা।

১৯৮৮ সালে জ্যান ট্যারেন্টের সঙ্গে সম্পর্কে জড়ান পাচিনো। এ সংসারে তাদের এক মেয়ে ও জমজ পুত্র রয়েছে। মেয়ের বয়স এখন ৩৩, আর ছেলেদের বয়স ২২ বছর। ১৯৯৭ সালে অভিনেত্রী বেভারলি ডি’অ্যাঞ্জেলার সঙ্গে সম্পর্কে জড়ান আল পাচিনো। ২০০৩ সালে ভেঙে যায় এ সম্পর্ক। তবে তারা বিয়ে করেননি।