আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ৮ বছর পর রুমির নতুন একক অ্যালবাম

৮ বছর পর রুমির নতুন একক অ্যালবাম


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


1অনলাইন প্রতিবেদক : আট বছর পর সংগীতশিল্পী রুমির নতুন একক অ্যালবাম আসছে। অ্যালবামের নাম মুসাফির। তিনটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং শেষ হয়েছে।

রুমি জানান, মুসাফির অ্যালবামের সব কটি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত করেছেন রেজওয়ান, জিয়াউদ্দিন আলম ও রাব্বি। এর মধ্যে ‘মুসাফির’ গানটির মিউজিক ভিডিও তৈরি হবে। ঈদুল ফিতরে সিএমভির ব্যানারে অ্যালবাম ও মিউজিক ভিডিও—দুটিই একসঙ্গে বাজারে আসার কথা আছে।

২০০৮ সালে রুমির সর্বশেষ একক অ্যালবাম ‘তার ছেঁড়া’ প্রকাশিত হয়। এবারের অ্যালবামটি নিয়ে এই ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত শিল্পী বলেন, ‘দেশের বাইরে থাকার কারণে এত দিন একক অ্যালবামের কাজ করার সুযোগ হয়নি। দেশের সংগীতাঙ্গন থেকে একেবারেই দূরে ছিলাম। তবে এখন নিয়মিত কাজ করব।’

সংগীত প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মধ্য দিয়ে পরিচিতি পাওয়ার বছর তিনেকের মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রুমি। অল্প দিন হলো তিনি দেশে এসেছেন।