আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ৯ দিন বন্ধ থাকার পর পণ্য গেল আগরতলায়

৯ দিন বন্ধ থাকার পর পণ্য গেল আগরতলায়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৬, ২০২০ , ৬:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফসহ ১০ জন করোনায় আক্রান্ত হওয়ায় নয়দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি কার্যক্রম চালু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয় সদস্য ও দুইজন কাস্টমস এবং ইমিগ্রেশন কর্মকর্তাসহ ১০ জন করোনায় আক্রান্ত হওয়ার জেরে রোববার (৭ জুন) থেকে বাংলাদেশের পণ্য নেয়া বন্ধ করে দিয়েছিল ভারতীয় ব্যবসায়ীরা। এরপর আগরতলা কাস্টমস ও ইমিগ্রেশনের প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারীকে তারা করোনা টেস্ট করায়। করোনা পরীক্ষায় বিএসএফসহ ১০ জন বাদে অন্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। যার কারণে মঙ্গলবার সকাল থেকে সীমিত পরিসরে পণ্য নেয়া শুরু করেছে ভারতীয় ব্যবসায়ীরা। এখন থেকে প্রতিদিন সীমিত পরিসরে ৪০ ট্রাক পণ্য আগরতলা যাবে। মঙ্গলবার সকালে আগে থেকে আটকে পড়া ১০ ট্রাক বিভিন্ন মালামাল ভারতে প্রবেশ করেছে বলেও জানান তিনি।