আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পাবনায় ছুরিকাঘাতে যুবলীগ কর্মী খুন

পাবনায় ছুরিকাঘাতে যুবলীগ কর্মী খুন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১২:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


2015পাবনা : পাবনা শহরের লাইব্রেরি বাজার মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুন্না চৌধুরী (৩২) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুন্না শহরের গোবিন্দা এলাকার মৃত রওশন চৌধুরীর ছেলে।

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, শহরের লাইব্রেরি বাজার মোড়ে রাত সাড়ে ৮টার দিকে যুবলীগ কর্মী মুন্না চৌধুরীর সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায় ওই যুবকরা মুন্নাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পাবনা জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান শান্ত জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত মুন্না চৌধুরী যুবলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।