আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মিনারের নতুন গান ‘ঝুম’র ভিডিও প্রকাশ

মিনারের নতুন গান ‘ঝুম’র ভিডিও প্রকাশ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১:৫০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


13434055_1326689627344711_258757091_n
কাগজ বিনোদন প্রতিবেদক : ‘তুমি চাইলেই বৃষ্টি’ থেকে ‘আহারে’ পর্যন্ত মিনারের মিউজিকাল জার্নিটা বৃষ্টির মতোই মুখর। এবার আবারও মিনার তার গান ভাসাচ্ছেন মেঘের ডানায়। মিনার এসেছেন ‘ঝুম’ শিরোনামের নতুন গান নিয়ে। গানচিল মিউজিক প্রকাশ করেছে হালের অন্যতম সেনসেশন সিঙ্গার মিনারের এই নতুন গান। কিছুদিন আগে গানটির ভিডিও সম্পন্ন হয়েছে। তারপর টিজারে চোখ বুলিয়েছেন অনেকেই।

সম্প্রতি প্রকাশ পেয়েছে মিনারের নতুন গানের ভিডিও নিয়ে মিউজিক্যাল ফিল্ম ‘ঝুম’। ঝুম গানের কথা ও সুর মিনারের নিজেরই। সঙ্গীত সাজিদ সরকার। আর তানিম রহমান অংশুর পরিচালনায় মিউজি ফিল্মে অভিনয় করেছেন আশফাক রানা ও মৌসুম।

বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবার পাশাপাশি গানচিল মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে থাকছে। আপডেট পাওয়া যাবে গানচিল মিউজিকের ফেসবুক পেজেও।