আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ধ্বংস, জরিমানা

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ধ্বংস, জরিমানা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৯:১৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


18কাগজ অনলাইন প্রতিবেদক: বোয়ালখালী উপজেলার গোমদন্ডি এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ৬’শ ৫৩ প্যাকেট বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাদ্যপণ্য জব্দ করে তা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন ব্যক্তিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৫ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আকতার সুইটি এ অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে সুরাইয়া আকতার সুইটি জানান, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে এক চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, অভিযানে দুটি মুদি দোকান থেকে ৬’শ ৫৩ প্যাকেট মেয়াদোত্তীর্ণ হালিম মিক্স, পায়েস, ফিরনি ও সেমাই জব্দ করা হয়। পরে ওইসব খাদ্যপণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।