আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১০, ২০২০ , ৭:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন তারকা কারিনা কাপুর। তিনি যেখানেই যান না কেন সব সময় আড়ম্বরপূর্ণ চিহ্ন রেখে চলেন। নিজস্ব স্টাইলে নিজেই ফ্যাশন ট্রেন্ড সেট করেন তিনি। এখন যেহেতু হোম কোয়ারেন্টিনে আছেন তাই সে আলাদাভাবে নিজেকে উপস্থাপন করছেন। করোনায় গৃহবন্দি হলেও ঘরে বসেই নিজস্ব স্টাইলে মেতেছেন। সেগুলো আবার নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করছেন। করোনার দিনগুলোকে উপভোগ্য করতে কারিনা কখনো সাজছেন কাউগার্ল। কখনো পাস্তা দিয়ে নেকলেস বানিয়ে তা পরছেন। এছাড়াও তার উপস্থাপনার ঢংয়েও রয়েছে আভিজাত্য। কারিনা ভক্তরা ভেবেছিলেন তিনি ঘরোয়া পোশাকে হোম কোয়ারেন্টিনে থাকবেন। কিন্তু তিনি তা না করে নিজস্ব স্টাইল বজায় রাখছেন। এবং ভক্তদের সঙ্গে সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করছেন। ইনস্টাগ্রামে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ভিন্নধর্মী কিছু পোশাকে। পাশাপাশি অভিনেত্রী স্বামী সাইফ আলি খান এবং ছেলে তাইমুর আলী খানের সাথে একসঙ্গে সময় কাটাচ্ছেন। সময়টাকে ব্যস্ত রাখতে কখনো চারা রোপণ, কখনোবা পেইন্টিংয়ে হাত দিচ্ছেন। ছেলেকে খুশি করতে বানাচ্ছেন পাস্তা নেকলেস। যা মনোহর ছিল, অন্তত তার জন্য।