আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাতক্ষীরার বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও

সাতক্ষীরার বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২১ , ১১:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পর্শে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের শামসুর রহমানের স্ত্রী মরিয়ম খাতুন (৬৮) ও তার ছোট ছেলে রোকনুজ্জামান রোকন (৩৮)। স্থানীয়রা জানান, সোমবার বিকালে মরিয়ম খাতুন ভেজা কাপড় শুকাতে গিয়ে পাশে থাকা ত্রুটিযুক্ত বিদ্যুতের তারে লাগলে তিনি স্পর্শ হন। এ সময় মাকে উদ্ধার করতে গিয়ে রোকনও বিদ্যুৎস্পর্শ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই ঘটনায় মরিয়ম খাতুনের বড় ছেলে সেলিম হোসেন আহত হন।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।