আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আজ থেকে টাকার বিনিময়ে সিম নিবন্ধন

আজ থেকে টাকার বিনিময়ে সিম নিবন্ধন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


sim1কাগজ অনলাইন প্রতিবেদক: আজ থেকে টাকা দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করতে হবে গ্রাহকদের। নির্ধারিত সময়ে সিম নিবন্ধন না করার জরিমানা হিসেবে ১৫০ থেকে ২০০ টাকা দিয়ে সিম নিবন্ধন করতে হবে ব্যবহারকারীদের।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধন সম্পন্ন না করায় বন্ধ হয়ে যাওয়া সিমটি আবার চালু করা যাবে। এ জন্য দুই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

বিটিআরসির আগের নিয়ম অনুযায়ী আজ বুধবার থেকে বন্ধ হয়ে যাওয়া সিমগুলো আগামী দুই মাস পর্যন্ত জব্দ (ফ্রিজ) অবস্থায় থাকার কথা ছিল। দুই মাস সময় পার হওয়ার পর নির্ধারিত নিয়মে অর্থাৎ ১৫০-২০০ টাকা খরচ করে সিমটি আবার চালু করা যাবে-এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিটিআরসি। এখন যে কেউ ইচ্ছে করলেই বন্ধ হওয়া সিমটি টাকার বিনিময়ে পুনঃনিবন্ধন করতে পারবেন।