আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ইউরো ফুটবলে সন্ত্রাসী হামলার সতর্কতা যুক্তরাষ্ট্রের

ইউরো ফুটবলে সন্ত্রাসী হামলার সতর্কতা যুক্তরাষ্ট্রের


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ২:৫৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Parrisbঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১০ জুন থেকে ফ্রান্সে অনুষ্ঠেয় ‘ইউরো ২০১৬’ ফুটবল আসর জঙ্গিদের সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্র দফতর থেকে এক বার্তায় এ সতর্কতা দেওয়া হয়েছে। পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানাচ্ছে।

দফতরটি বলছে, এই গ্রীষ্ম মৌসুমে ফ্রান্সে বহু পর্যটক বেড়াতে আসছে। এরমধ্যে জুন মাসে অনুষ্ঠিত হবে ইউরো ২০১৬। এই জনসমাগম সন্ত্রাসীদের বড় হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ইউরোপের দেশগুলোর অংশগ্রহণে ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের এ মেগা আসর।

গত বছর প্যারিসে বর্বর সন্ত্রাসী হামলার পর থেকে এমনিতেই ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা চলছে। এই জরুরি অবস্থার মধ্যেই মার্কিন পররাষ্ট্র দফতর এ সতর্কতা দিলো।