আজকের দিন তারিখ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি শেখ হাসিনা ভারতকে নানা সুবিধা দিচ্ছেন

শেখ হাসিনা ভারতকে নানা সুবিধা দিচ্ছেন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৩:৩৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


HANNANঅনলাইন প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ বলেছেন, পাঁচ বছর আশ্রয়ে রাখার প্রতিদানে শেখ হাসিনা ভারতকে নানা সুবিধা দিচ্ছেন।’

বুধবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে “সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সবুজবাংলা টুয়েন্টিফোর ডটকম এ আলোচনা সভা ও সংবর্ধনা আয়োজন করে।

আসম হান্নান শাহ বলেন, ‘সরকার যেভাবে বাংলাদেশের স্বার্থ বিদেশিদের কাছে বিকিয়ে দিচ্ছে প্রতিবাদ সেভাবে হচ্ছে না।’
তিনি বলেন, ‘এই সরকার এতোটাই নিষ্ঠুর যে দ্বিমত পোষণকারীর চৌদ্দ গুষ্ঠিকে শেষ করে দেয়। শুধু কথায় চিড়া ভিজবে না। আন্দোলন, আন্দোলন এবং আন্দোলনেই এ সরকারের পতন ঘটাতে হবে।’

তিনি বলেন, ‘তিন মাসের নয় মাত্র ৪ দিনের আন্দোলনে এরশাদের পতন হয়েছিল। জনগণকে সঙ্গে নিয়ে মাত্র ৭ দিনেই এ সরকারের পতন ঘটনো সম্ভব।’
আসম হান্নান শাহ বলেন, ‘সরকারের লোকেরা ফ্লাইওভারের মতো প্রত্যেকটি মেগা প্রকল্পের বাজেট ২/৩ গুণ বাড়িয়ে লুটপাট করছে। এসব লুটের টাকা সবচেয়ে বেশি যাচ্ছে ইন্ডিয়াতে। মালয়েশিয়ায় এখন তাদের অনেকেরই সেকেন্ড হোম।’

তিনি বলেন, ‘জনগণ ভবিষ্যতে যাতে আর নির্বাচনে আগ্রহী না হয় সেজন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসন মিলে ভোট ডাকাতি করেছে।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন আব্দুল্লাহিল মাসুদ।