দিনাজপুরে তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৩:৪৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধুকে রাজাকার বলায় দিনাজপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল আমলি আদালত-১ এর বিচারক এহসানুল হক এ আদেশ দেন।
দিনাজপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ গত ১৮ ডিসেম্বর ২০১৪ তারিখে আদালতে মামলা দাখিল করেন। ২৩ ডিসেম্বর ২০১৪ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সেই দিন বিচারক তারেক রহমানের বিরুদ্ধে ৫০০/৫০১/৫০২ ধারায় দায়ের হওয়া মামলায় স্ব-শরীরে আদালতে হাজিরের জন্য সমন জারি করেন। দীর্ঘ দিনেও আদালতে হাজির না হওয়ায় বিচারক আজ বুধবার তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।
তারেক রহমান গত ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের অ্যাষ্ট্রিয়াম ব্যাংক্যুয়েট হলে বিজয় দিবসের আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ‘রাজাকার’ বলেন।
মামলার বাদী দিনাজপুর ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত জানান, এক বছর ৫ মাস ৯ দিন পর এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।