চারঘাটে পিস্তুল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৯:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
কাগজ অনলাইন প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে পিস্তুল, ম্যাগজিন ও গুলিসহ মধু ওরফে বানী (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০১ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হলিদাগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় হলিদাগাছি এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ব্যাগে রাখা ৪টি পিস্তুল, ৭টি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলিসহ মধুকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটক মধু চারঘাটের টাঙ্গন এলাকার মকসেদ আলী মণ্ডলের ছেলে। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।