কোনো প্রকল্পই দুই বারের বেশি সংশোধন নয়
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:১৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
কাগজ অনলাইন প্রতিবেদক: এখন থেকে কোনো উন্নয়ন প্রকল্পতেই দুই বারের বেশি সংশোধনী আনা যাবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (১ জুন) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক বৈঠকে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কোনো প্রকল্পে তৃতীয় সংশোধনী দেয়া হবে না। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ অনুশাসন দিয়েছেন।’
প্রকল্পের ব্যয় ঘন ঘন বৃদ্ধি পাচ্ছে কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কোনো প্রকল্প বাস্তবায়নে দেরি হলেই তার ব্যয় বেড়ে যায়। তাই, যথাসময়ে প্রকল্প বাস্তবায়নে জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যেমন- আগে একজন প্রকল্প পরিচালক (পিডি) একাধিক প্রকল্প দেখভাল করতেন। এখন একজন পিডি শুধু একটি প্রকল্পই দেখভাল করবেন।’
তিনি আরো বলেন- ‘আমরা আমাদের সক্ষমতা মত এগিয়ে যাচ্ছি। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, সেভাবেই এগিয়ে যাওয়া দরকার। আমাদের সক্ষমতা অনুযায়ী এরচেয়ে বেশি এগিয়ে যাওয়া ঠিক হবে না, এতে করে আমরা হোঁচট খেতে পারি। কারণ, আমাদের সেই সক্ষমতা এখনো হয়নি।’
প্রকল্প তদারকির জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সক্ষমতা বাড়ানো হচ্ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এখন ডিজিটাল যুগ, তাই কেন্দ্র থেকেই মাঠ পর্যায়ে মনিটরিং করা হচ্ছে। এছাড়া, প্রায় ৫০ শতাংশ প্রকল্পে সেনা ও নৌবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে।’
আসন্ন বাজেট সম্পর্কে মুস্তাফা কামাল বলেন, ‘এবার বাজেটটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এবারের বাজেট সপ্তম পঞ্চমবার্ষিকীর প্রথম বাজেট।’
সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে আমাদের বড় বাজেট নিতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় ইআরইফের সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ ইআরইফের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।