শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১০:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (০১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের লহালামারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সফিকুল ইসলাম লহলামারী গ্রামের সেকান্দার আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সফিকুল ইসলাম রানীবাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। লহলামারী-রানীবাড়ি চাঁদপুর এলাকায় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
সেখান থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে সফিকুলের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি ময়নুল ইসলাম।