সাভারে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ১০
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১০:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সাভারের বিরুলিয়ায় বিএনপি প্রার্থীর প্রচারণার সময় আওয়ামী লীগ প্রার্থী সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (০১ জুন) রাত ৯টার দিকে বিরুলিয়ার শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শ্যামপুর এলাকায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমান আলাল তার সর্মথকদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন।
এ সময় তাদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। এতে সাংবাদিকসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমান আলাল জানান, এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একই সঙ্গে তার গাড়িটিও ভাঙচুর করে তারা।
যোগাযোগ করা হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইদুর রহমান সুজন বলেন, ‘এলাকায় ভাবমুর্তি ক্ষুণ্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’
সাভার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ জানান, হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশের।