চাল আমদানিতে শুল্ক বাড়ছে ১০শতাংশ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৬:২৮ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
কাগজ অনলাইন প্রতিবেদক: দেশ বর্তমানে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ও উদ্বৃত্ত হওয়ায় ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে চালের আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (০২ জুন) দুপুরে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ বাজেট অনুমোদন হয়।
বাজেটে আমদানি করা চালের উপর বর্তমান শুল্কের সঙ্গে আর ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, বর্তমান ১০ শতাংশ শুল্কের সঙ্গে আরও ১৫ শতাংশ বাড়ানো হবে। এতে বিদেশ থেকে চাল আমদানি করতে ব্যবসায়ীরা নিরুতসাহিত হবে।