মঠবাড়িয়ায় বাল্য বিয়ে করতে গিয়ে ৩ জন শ্রীঘরে
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১০:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হালিমা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীকে বাল্য বিয়ে দেওয়ার দায়ে কনের চাচা ও বিয়ের ঘটকসহ তিন জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদউদ্দিন এ দণ্ডাদেশ দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন- হালিমার চাচা উপজেলার উত্তর সোনাখালী গ্রামের সেকান্দার আলীর ছেলে ইয়াকুব আলী (৩৫), বিয়ের ঘটক উপজেলার বাদুরতলী গ্রামের নবী হোসেনের ছেলে জাকির হোসেন (৩২) ও বরযাত্রী তাফালবাড়িয়া গ্রামের শাহাদাৎ খানের ছেলে ইব্রাহিম খান (৩৬)।
মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিবুল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর সোনাখালী গ্রামের সৌদি প্রবাসী আবদুল হালিমের মেয়ে হালিমা আক্তারের বিয়ের আয়োজন চলছিল।
খবর পেয়ে রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান। অবস্থা বেগতিক দেখে বর পালিয়ে যান।
এ সময় কনের চাচা, বিয়ের ঘটক ও এক বরযাত্রীকে আটক করে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।