চবিসাস নির্বাচন: সভাপতি রাহাত, সম্পাদক শোয়েব
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু বকর রাহাত ও সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকন্ঠের রহমান শোয়েব নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (০২ জুন) অনুষ্ঠিত এ নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নিউজ বিএনএ’র এম এ কাইয়ুম, যুগ্ম সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন’র হাসান তারেক, অর্থ সম্পাদক পদে বাংলামেইল’র জমির উদ্দিন, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নিউ নেশনের মো. জুয়েল এবং নির্বাহী সদস্য পদে বণিক বার্তার ফাহিম হাসান বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে সমিতির ২৯ জন সদস্যের মধ্যে ২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিকেল সাড়ে তিনটায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এতে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী প্রক্টর লিটন মিত্র, নিয়াজ মোরশেদ রিপন, চবিসাস’র সাবেক সভাপতি হুমায়ুন মাসুদ।
এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চবি শিক্ষক সমিতির নেতারা।
এছাড়া চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চুয়েট সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চবি ছাত্রলীগ, চবি ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্ট এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।