আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মেয়েকে নিয়ে ডিনারে শাহরুখ

মেয়েকে নিয়ে ডিনারে শাহরুখ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১:০৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


srkঅনলাইন বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান তার তিন সন্তানকে -মেয়ে সুহানা, বড় ছেলে আরিয়ান ও ছোটো ছেলে আবরাম- বড্ড ভালোবাসেন। সন্তানদের প্রতি নিজের এই ভালোবাসার কথা সামাজিক মাধ্যমে ও বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই শেয়ার করেন এই অভিনেতা। সিনেমা নিয়ে ব্যস্ত সূচির কারণে ছেলেমেয়েদেরকে বিশেষ করে বড় দুই সন্তান সুহানা ও আরিয়ানকে খুব একটা সময় দিতে পারেন না তিনি। তাছাড়া এই দুজন বিদেশে পড়াশোনা করায় তাদের খুব একটা কাছেও পান না শাহরুখ।

তবে যখনই তারা ছুটিতে দেশে আসেন তখন সার্বক্ষণিক তাদের পাশে থাকার চেষ্টা করেন। যেমন সুহানা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাইতো ব্যস্ত সূচি থাকা সত্ত্বেও মেয়েকে সময় নিতে ভুলছেন না তিনি। শুধু তাই নয়, গতকাল রাতে মেয়েকে নিয়ে মুম্বাইয়ের একটি রেস্টুরেটে ডিনারও সেরেছেন ‘স্নেহশীল’ বাবা শাহরুখ।

সুহানার পাশে থাকার জন্য তিনি ব্যস্ত সূচি থেকে ছয় দিন ছুটিও নিয়েছেন। বাবা বলে কথা! তাছাড়া মেয়ে অনেকদিন পর দেশে ফিরলো! বাবা-মেয়েকে একসাথে পেয়ে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি আলোকচিত্রীরা। খবর ইন্ডিয়া টুডে’র