সোনাগাজীতে বিএনপির সমর্থককে গুলি
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ইকবাল হোসেন নামে বিএনপির এক সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (০৪ জুন) সকাল ৭টার দিকে মতিগঞ্জ এলাকায় ইকবালের বাড়িতে গিয়ে তাকে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামানের লোকজন গুলি করেছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ ইকবাল হোসেন ওই ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী দোলনের সমর্থক। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে, ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ।