আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রাজধানীতে বিদ্যুৎষ্পৃষ্টে যুবক ও শিশুর মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎষ্পৃষ্টে যুবক ও শিশুর মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Electrocuteকাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর মিরপুর ও গেণ্ডারিয়ায় পৃথক দু’টি ঘটনায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শনিবার (০৪ জুন) সকাল সাড়ে ৯টায় নবীন খান (২৫) নামের এক যুবক এবং শুক্রবার (০৩ জুন) দিনগত রাত ১টার দিকে ১২ বছরের শিশু মৃদুলের মৃত্যু হয়েছে।

মৃদুল মিরপুর-১২ নম্বরের মল্লিকা হাউজিং এলাকার আবুল কালামের ছেলে। নবীন খান কদমতলী থানার মুরাদপুর এলাকার রতন খানের ছেলে।

মৃদুলের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে বিদ্যুৎষ্পৃষ্ট হয় শিশুটি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে শনিবার সকালে মুরাদপুর এলাকার মদিনা ইলেকট্রনিক্সের কর্মচারী নবীন খান গেণ্ডারিয়া ডিআইটি প্লট এলাকায় রশিদ মেম্বারের বাড়িতে মোটরের কাজ করার সময় বিদ্যুৎষ্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরির্দশক (এএসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।