আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় নরসিংদীতে যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার

নরসিংদীতে যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Narsingdiনরসিংদী: নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের পেছন থেকে আলী হোসেন (২৫) নামে এক যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ জুন) সকাল ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলী উপজেলার শিলমান্দি নতুন পাড়ার মৃত মনু মিয়ার ছেলে। তিনি সাহেপ্রতাপ এলাকার এক বাড়িতে ভাড়া থেকে বাসের হেলপার হিসেবে কাজ করতেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।