সাতকানিয়ায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
সাতকানিয়া(চট্টগ্রাম): সাতকানিয়ার একটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। উপজেলার চরতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্রটিতে ভোট শুরুর পর থেকে ওই কেন্দ্রে চেয়ারম্যনের ব্যালট পেপার দেয়া হচ্ছিল না বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে ভোট শুরুর পৌণে ১ ঘণ্টার মাথায় পশ্চিম পাড়া ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সজল কান্তি দাশ।
তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে কিছুটা সমস্যা হচ্ছে। তাই আপাতত ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা জাহেদুল ইসলাম অভিযোগ করেন, সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে চেয়ারম্যনের ব্যালট পেপার দেয়া হচ্ছিল না। এ নিয়ে ভোটাররা প্রতিবাদ করায় ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে।