শেখেরকোলায় স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ২:১৪ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
বগুড়ার শেখেরকোলা: বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের একটি কেন্দ্রে সন্ত্রাসীরা প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করার প্রায় ২ ঘণ্টা পর ফের ভোটগ্রহণ শুরু হয়েছে।
শনিবার (০৪ জুন) বেলা ১২টার দিকে তেলিহারি মহিউদ্দীন আলিম মাদ্রাসা কেন্দ্রে আবারও ভোটগ্রহণ শুরু হয়।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সকাল দশটার দিকে ৩০ থেকে ৩৫ জনের একটি সন্ত্রাসী দল কেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা দ্রুত কেন্দ্রের ৪টি বুথের ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ কেন্দ্রে ভোটগ্রহণের মতো ব্যালট পেপার অবশিষ্ট না থাকায় ভোটগ্রহণ স্থগিত করা হয়।
কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৬ জন। ২০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর এ ঘটনা ঘটে বলেও জানান সাইফুল ইসলাম।