সোনাগাজীতে জাল ভোট দেওয়ার দায়ে ৬ জনের কারাদণ্ড
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৩:৪৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার দায়ে ছয় বহিরাগতকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ জুন) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে দু’টি ভোট কেন্দ্র থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, ওই ইউনিয়নের চরডুব্বা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়া ও গাঁজা বহন করার অপরাধে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
তিনি আরো জানান, জাল ভোট দেওয়ার দায়ে দুপুর আড়াইটার দিকে নবাবপুর ভোর বাজার এলাকায় অবস্থিত ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্র থেকে কবির, নুরনবী, আকরাম, হামিদ ও সাহাবুদ্দিন নামে পাঁচজনকে আটক করে সাতদিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।