আজকের দিন তারিখ ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি কুমিল্লায় আ’লীগ ৩৩, স্বতন্ত্র ১০ ও বিএনপি ১

কুমিল্লায় আ’লীগ ৩৩, স্বতন্ত্র ১০ ও বিএনপি ১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১০:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


UP - Copy (2) - Copy - Copy - Copyকুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগর, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও দেবিদ্বারসহ ৫টি উপজেলার ৪৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ ৩৩, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) ১০ ও বিএনপি ১ প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে সদর দক্ষিণ উপজেলার ৭টি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- ভুলুইন উত্তর ইউপিতে আবদুর রহিম, ভুলুইন দক্ষিণ ইউপিতে একরামুল হক, বাগমারা উত্তর ইউপিতে আবুল কাসেম, বাগমারা দক্ষিণ ইউপিতে আবু তাহের মজুমদার, বিজয়পুর ইউপিতে খোরশেদ আলম, বেলঘর উত্তর ইউপিতে আবুল খায়ের ও বেলঘর দক্ষিণ ইউপিতে আবদুল মান্নান।

নাঙ্গলকোট উপজেলার ২টি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- পেরিয়া ইউপিতে হুমায়ুন কবির মজুমদার ও হেসাখাল ইউপিতে জালাল আহমেদ ভূঁইয়া।

দেবিদ্বারের ৩টি ইউপিতে আওয়ামী লীগ ২টি ও স্বতন্ত্র প্রার্থী ১টি বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- গুনাইঘর উত্তর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খোরশেদ আলম ও বরকামতা ইউপিতে নুরুল ইসলাম। এছাড়া গুনাইঘর দক্ষিণ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হাকিম।

মুরাদনগরের ২০টি ইউপিতে আওয়ামী লীগ ১৪টি ও স্বতন্ত্র প্রার্থী ৬টিতে বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- আকবপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল হোসেন মোল্লা, আন্দিকোট ইউপিতে ওমর ফারুক, রামচন্দ্রপুর দক্ষিণ ইউপিতে আবদুল লতিফ, যাত্রাপুর ইউপিতে আবুল কালাম আজাদ, বাঙ্গরা পশ্চিম ইউপিতে রুহুল আমিন, পূর্বধইর পশ্চিম ইউপিতে শরিফুল ইসলাম চাপিতলা ইউপিতে আবদুল কাইয়ুম ভূঁইয়া, টনকি ইউপিতে জাকির হোসেন, নবীপুর ইউপিতে পশ্চিম কামাল উদ্দিন, দারোরা ইউপিতে শাহজাহান বাবুটিপাড়া ইউপিতে জাকির হোসেন মুন্সী, পাহাড়পুর ইউপিতে আবদুস সামাদ মাঝি, জাহাপুর ইউপিতে শফিকুল ইসলাম ও কামাল্লা ইউপিতে ফিরোজ খান।

এছাড়া শ্রীকাইল ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম,
বাঙ্গরা পূর্ব ইউপিতে আবদুল মান্নান, ছালিয়াকান্দি ইউপিতে আবু মুছা সরকার, পূর্বধইর পূর্ব ইউপিতে বনকুমার শিব, নবীপুর পূর্ব ইউপিতে কাজী আবুল খায়ের ও ধামঘর ইউপিতে আবুল হাসেম।

দাউদকান্দি উপজেলার ১২টি ইউপিতে আওয়ামী লীগ ৮টি, বিএনপি ১টি ও স্বতন্ত্র প্রার্থী ৩টিতে বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- গৌরীপুর ইউপিতে আওয়ামী মনোনীত প্রার্থী আবুল হাসেম সরকার, মালিগাঁও ইউপিতে নুরুল ইসলাম, ইলিয়টগঞ্জ উত্তর ইউপিতে জসিম উদ্দিন, সুন্দলপুর ইউপিতে মাসুদ আলম, মারুকা ইউপিতে খলিলুর রহমান তালুকদার, পদুয়া ইউপিতে বাবুল তালুকদার, পাঁচগাছিয়া ইউপিতে জামাল উদ্দিন চৌধুরী ও দাউদকান্দি উত্তর ইউপিতে আবদুস সালাম।

এছাড়া বিটেশ্বর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম গোয়ালমারী ইউপিতে নুরুল আলম ও জিংলাতলী ইউপিতে আলমগীর হোসেন।

মোহাম্মদপুর ইউপিতে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান।