আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আজ নিয়োগ পাবেন বিজিবির প্রথম নারী সদস্যরা

আজ নিয়োগ পাবেন বিজিবির প্রথম নারী সদস্যরা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


bbকাগজ অনলাইন প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রথমবারের মতো নিয়োগ পেতে যাচ্ছে ৯৭ নারী সদস্য। আজ সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি’র প্রশিক্ষণ ক্যাম্পে পাসিং আউটের মাধ্যমে তারা নিয়োগ পাবেন। আর এর মাধ্যমে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এসব নারীর।

বিজিবি সূত্রে জানা যায়, নানা পেশায় পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সমঅধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে ২০১৫ সালে প্রথমবারের মতো নারী সৈনিক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। ৫ জুন রবিবার চট্টগ্রামে মৌলিক প্রশিক্ষণ শেষে নারী সৈনিকদের প্রথম ব্যাচটি বিজিবি`র কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

এ বছর আরও ১০০ জন নারী সদস্য নিয়োগ দেবে বিজিবি। যাদের মৌলিক প্রশিক্ষণ শুরু হবে জুলাই মাসে।

বিজিবির ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, যোগদানের পরপরই তাদেরকে টেকনাফ ও বেনাপোলের মতো যেসব এলাকায় নারী পাচারকারীদের আনাগোনা বেশি সেখানে পোস্টিং দেওয়া হবে। এ ছাড়াও বিজিবির গেটগুলোতেও নিরাপত্তার দায়িত্বে থাকবেন নারীরা।