আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বর্তমান পত্রিকার সম্পাদক মিজানুর রহমানের মুক্তি দাবি

বর্তমান পত্রিকার সম্পাদক মিজানুর রহমানের মুক্তি দাবি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ২:২৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Mizanur_Rahamanঅনলাইন প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতরের আগেই দৈনিক বর্তমান পত্রিকার প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমানের মুক্তির দাবি করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।

জাতীয় প্রেসক্লাবের সামনে রবিবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত দৈনিক বর্তমান পত্রিকার প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমানের মুক্তি দাবিতে আয়োহজত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

শাবান মাহমুদ বলেন, সরকার মিজানুর রহমানকে যে অভিযোগে গ্রেফতার করেছে সেই অভিযোগ ইসলাম ব্যাংকের বিরুদ্ধেও রয়েছে। অথচ সরকার ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে বিনা বিচারে মিজানুরকে কারাগারে আটকে রেখেছে।

তিনি ঈদের আগেই মিজানুর রহমানের মুক্তির দাবি করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন।

মানবন্ধনে আরো বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাংবাদিক নেতা শাহ নেওয়াজ দুলাল প্রমুখ।