আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মাহমুদা হত্যাকাণ্ড কাপুরুষোচিত : এআইজিপি মোখলেসুর রহমান

মাহমুদা হত্যাকাণ্ড কাপুরুষোচিত : এআইজিপি মোখলেসুর রহমান


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৩:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


2018কাগজ অনলাইন প্রতিবেদক: চট্টগ্রামে খুন হওয়া পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার হত্যার ঘটনা অত্যন্ত কাপুরুষোচিত ও বর্বরতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) মোখলেসুর রহমান।

রোববার (৫ জুন) বেলা দেড়টার দিকে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এধরনের ঘটনা আমি পুলিশ সদস্যদের সাথে ঘটেছে এমনটা আগে দেখিনি। যার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর কোনো সম্পর্ক নেই, শুধু সফট টার্গেট বা নিরীহ লক্ষ্য বলেই তাদের ওপর এমন আক্রমণ করা হয়েছে। এই ঘটনা চরম বর্বরতা ও মানবিকতার অবক্ষয়।’

এধরনের ঘটনা মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের ওপর পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, এই ঘটনা থেকে আমরা আরো সতর্ক হবো। এ ধরনের অপতৎপরতাকারী যারা আছেন, যারা বাংলাদেশের অবস্থানকে ভঙ্গুর করতে চায়, যারা জঙ্গিবাদের ধোঁয়া তুলে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের আমরা দৃঢ়ভাবে প্রতিরোধ করবো। এধরনের ঘটনা আমাদের মনোবলে কোনো প্রভাব পড়বে না।’

তাহলে কি এই হত্যাকাণ্ড জঙ্গিবাদের সাথে সম্পর্কযুক্ত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা ধারণা করছি এটা জঙ্গি তৎপরতার সাথে সম্পর্কযুক্ত হতে পারে। কেননা যিনি খুন হয়েছেন তার স্বামী জঙ্গি তৎপরতার বিরুদ্ধে কাজ করছেন।

তবে আমরা অন্যান্য সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না।’ হত্যাকারীদের ধরতে পুরো শক্তি ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

ওই স্থানে কোনো সিসি ক্যামেরা ছিল কি না বা কোনো ফুটেজ পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সব আলামত খতিয়ে দেখছি। সিসি ক্যামেরার ফুটেজ পেলেও তা যথাযথভাবে তদন্তের আওতায় নিয়ে আসবো’।

গোয়েন্দা তৎপরতার কোনো ব্যর্থতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মোখলেসুর বলেন, ‘গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পুলিশ অনেক ঘটনাই প্রতিরোধ করে থাকে, যা মিডিয়াতে আসে না। এমন কয়েকটি ঘটনা দেখেই বলে দেয়া যায় না যে গোয়েন্দা তৎপরতার কোনো গাফিলতি ছিল।’

এই মুহূর্তে যারা জঙ্গি তৎপরতার বিরুদ্ধে কাজ করছেন তাদের পরিবারের সদস্যদের ওপর এমন হুমকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রতিমুহূর্তেই ক্রিমিনালদের ফেস করে থাকি এবং আমাদের পুলিশ সদস্যরা জীবনবাজি রেখে সেই ঘটনাগুলো প্রতিরোধ করে থাকে। এখন কারো উপর হুমকি আছে কি না তা বলা যাচ্ছে না। তবে এ ধরনের ঘটনা আমাদের জন্য ঝুকিপূর্ণ নয়।’